এলাকাবাসীর সুবিধার্থে দক্ষিণ মনিপুর (মোল্লাপাড়া) বাড়ি মালিক কল্যাণ সমিতির উদ্যোগ নিয়ে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে মানচিত্র স্থাপন করা হয়েছে। এতে বাসিন্দা ও আগত অতিথিরা সহজে গন্তব্য চিহ্নিত করতে পারবেন।
মানচিত্র স্থাপনের তিনটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো-
১. প্রেসের গলির মোড়ে
২. হাবিলদার মোড়ে
৩. নীহারিকা সামনের গলির মাথায়