কার্যক্রম

সমিতির প্রধান কার্যক্রম

  • এলাকার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন

  • রাস্তা, ড্রেন, আলো, পানিসংযোগসহ মৌলিক অবকাঠামো উন্নয়ন

  • সামাজিক সচেতনতা প্রোগ্রাম

  • সড়ক-দূর্ঘটনা, অসুবিধায় পড়া পরিবার ও রোগীর পাশে দাঁড়ানো

  • সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন

  • পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

  • জরুরি পরিস্থিতিতে সদস্যদের সহায়তা

  • অনলাইন আপডেট, নোটিশ প্রকাশ ও সদস্য সেবা প্রদান

এলাকার মানচিত্র স্থাপন কার্যক্রম

এলাকাবাসীর সুবিধার্থে দক্ষিণ মনিপুর (মোল্লাপাড়া) বাড়ি মালিক কল্যাণ সমিতির উদ্যোগ নিয়ে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে মানচিত্র স্থাপন করা হয়েছে। এতে বাসিন্দা ও আগত অতিথিরা সহজে গন্তব্য চিহ্নিত করতে পারবেন।

মানচিত্র স্থাপনের তিনটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো- 

১. প্রেসের গলির মোড়ে

২. হাবিলদার মোড়ে

৩. নীহারিকা সামনের গলির মাথায়

সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম

দক্ষিণ মনিপুর (মোল্লাপাড়া) বাড়ি মালিক কল্যাণ সমিতির উদ্যোগে মাইকলা মসজিদ সংযোগ সড়ক পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এলাকার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, ইন শা আল্লাহ।

Scroll to Top